দুর্গাপুরে দি চাইল্ড লার্নিং হোমসের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

দুর্গাপুরে দি চাইল্ড লার্নিং হোমসের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

তোফায়েল আলম ভূঁইয়া: দুর্গাপুর প্রতিনিধি
তোফায়েল আলম ভূঁইয়া: দুর্গাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১০:৪৯ ২৮ নভেম্বর ২০২৫

দুর্গাপুরে ক্ষুদে শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান উপলক্ষে দি চাইল্ড লার্নিং হোমস–এর ৫ম শ্রেণির শিক্ষার্থীদের আন্তরিক পরিবেশে বিদায় জানানো হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে পুরো পরিবেশ ছিল উৎসবমুখর।

অনুষ্ঠানে একাডেমিক সুপারভাইজার মো. মাসুম বিল্লাহর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা পরিচালক সাইদুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বিদ্যালয়ের সুনাম, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “এই বিদ্যালয়টি ২০২৫ সাল থেকে দুর্গাপুরে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। এখানকার বহু শিক্ষার্থী ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়ে দেশের বিভিন্ন স্থানে সুনামের সঙ্গে কাজ করছে। শুধু পেশাজীবী নয়, অনেকেই সমাজের সৎ ও কল্যাণমূলক কাজে যুক্ত হয়ে মানুষের মতো মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলছে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রধান শিক্ষক পুষণ সাহা, সিনিয়র শিক্ষক আছমা আক্তার, জিয়াউল হক শুভসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। তাঁরা বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং সততা, অধ্যবসায় ও মানবিক গুণাবলি ধারণ করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

আলোচনা পর্ব শেষে বিদায়ী ক্ষুদে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। শিক্ষক-সহপাঠীদের ভালবাসা আর শুভকামনার মধ্য দিয়ে শিক্ষার্থীরা স্মরণীয় একটি বিদায় অনুষ্ঠানের মাধ্যমে বিদ্যালয়জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ করে।

বিজ্ঞাপন

https://moreshopbd.com/