ইবিতে দলিল ও খতিয়ান বিষয়ক কর্মশালা

ইবিতে দলিল ও খতিয়ান বিষয়ক কর্মশালা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ল' অ্যাওয়ারনেস অ্যান্ড এনলাইটেন্ড সোসাইটির উদ্যোগে দলিল ও খতিয়ান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে  বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা বিজ্ঞান ভবনের দ্বিতীয় তালায় কর্মশালার আয়োজন করে সংগঠনটি।

কর্মশালায় সংগঠনের সভাপতি তুহিন বাবুর সভাপত্বিতে প্রধান অথিতি হিসেবে ছিলেন সংগঠনের উপদেষ্টা অধ্যাপক ড. আব্দুল আল মুহিত, প্রশিক্ষক হিসেবে মিশুক শাহরিয়ার ও সাকিব আল হাসান রাকিব।এসময় সঞ্চালক নাঈমুর রহমান সুজনসহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। কর্মশালা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়।

প্রশিক্ষকগণ তাদের আলোচনায় CS খতিয়ান, RS খতিয়ান SA খতিয়ান BS খতিয়ান CT খতিয়ান চেনার উপায়, দলিল পড়ার পদ্ধতি, দলিল যাচাই-বাছাই করার পদ্ধতি সম্পর্কে আলোচনা করেন। পাশাপাশি তারা জমি পরিমাপের পদ্ধতি, আনা, গন্ডা, কড়া, পরিমাপে দেওয়া জমিকে শতাংশে রুপান্তরের পদ্ধতি সম্পর্কে আলোচনা করেন।

অধ্যাপক ড. আব্দুল আল মুহিত বলেন, "আমাদের দেশ পরিবর্তন হচ্ছে না তার কারণ আমরা আইনের অনুশাসন পাচ্ছি না। তাই আমাদের ল' অ্যাওয়ারনেস অ্যান্ড এনলাইটেন্ড সোসাইটি' শিক্ষার্থীদের আইনের প্রতি সচেতনতা তৈরি করতে কাজ করে থাকে। আমাদের পৃথিবীতে চলার জন্য কুরআনের পাশাপাশি আমরা মানুষ কিছু আইন তৈরি করেছি, যেগুলো আমার-আপনার ভালোর জন্য। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা দলিল ও খতিয়ান বিষয়ে  ভালোভাবে জানুক। যাতে তারা এ বিষয়ে  প্রতারণার শিকার না হয়।"

তিনি আরো বলেন, "আমাদের এ কর্মশালার আলোচ্য বিষয় এক দিনে সম্পূর্ণ করা সম্ভব না। আমরা আগামীতে আরো কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীদের এ বিষয়ে সচেতন করে তুলবো। আগামী কর্মশালা গুরোতে শিক্ষার্থীদের জায়গায় জমিজমা সংক্রান্ত বাস্তব সমস্যা গুলো নিয়ে আলোচনা করবো।"

বিজ্ঞাপন

https://moreshopbd.com/