শুক্রবার , ২১ নভেম্বর, ২০২৫ | ৬ অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রকাশিত: ০১:০৩ ১৯ নভেম্বর ২০২৫
পঞ্চগড়ের তেতুলিয়ায় বায়ুদূষণ নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) বিকালে তেঁতুলিয়া উপজেলার হারাদিঘী নিউ মার্কেট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে নির্মাণ সামগ্রী প্রকাশ্যে রাস্তার ওপর সংরক্ষণ করে বায়ুদূষণ সৃষ্টির অপরাধে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, সংশ্লিষ্ট ব্যবসায়ী অনুমোদন ছাড়াই নির্মাণ সামগ্রী অনাবৃত অবস্থায় রাস্তার ওপর রাখায় চলাচলে বিঘ্ন ঘটার পাশাপাশি বায়ুদূষণ সৃষ্টি হচ্ছিল। মোবাইল কোর্ট তাৎক্ষণিকভাবে জরিমানা ধার্য করে আদায় করে।
এসময় তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট–শালবাহান–হারাদিঘী–বুড়াবুড়ি সড়কসংলগ্ন এলাকার অন্যান্য ব্যবসায়ীদেরও নির্মাণ সামগ্রী রাস্তা থেকে দূরে ও যথাযথভাবে সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়, যাতে বায়ুদূষণ ও জনদুর্ভোগ না বাড়ে।
অভিযানে নেতৃত্ব দেন তেতুলিয়া উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. আকাশ। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পঞ্চগড় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ইউসুফ আলী।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সুরক্ষা, বায়ুমান উন্নয়ন এবং জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে চালানো হবে।
