শুক্রবার , ২৮ নভেম্বর, ২০২৫ | ১৪ অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রকাশিত: ১২:৩৬ ২২ নভেম্বর ২০২৫
নেত্রকোনার দুর্গাপুরে দক্ষিণ ও মধ্য বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের উদ্যোগে ইয়ুথ লিডারশিপ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) বারোমারি কম্প্যাশন মিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আর্থিক সহায়তায় প্রশিক্ষণটির উদ্বোধন করেন প্রকল্পের সমাজকর্মী দিপন দিওয়ারা। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তর ও চ্যানেল টুয়েন্টি ওয়ানের দুর্গাপুর উপজেলা প্রতিনিধি তোবারক হোসেন খোকন। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিশু সমন্বয়কারী আলো মৃ, সমাজ উন্নয়ন কর্মী পাঞ্চালী শ্রং, সবুজ দালবৎ, নয়ন রাংসা প্রমুখ।
প্রধান সমাজকর্মী দিপন দিওয়ারা জানান, “আমরা স্পন্সর শিশুদের সার্বিক জীবনমান উন্নয়ন নিয়ে কাজ করি। তাদের পড়াশোনায় সহায়তা, কোচিং সাপোর্ট, বর্ষায় স্কুলে আসতে জুতা-ছাতা প্রদান, শিক্ষা উপকরণ বিতরণসহ বিভিন্ন কার্যক্রম নিয়মিতভাবে করে আসছি। বর্তমানে আমাদের কম্প্যাশনে ২৮০ জন স্পন্সর শিক্ষার্থী রয়েছে। তাদের জন্য বিনোদন ক্লাস, বিষয়ভিত্তিক প্রশিক্ষণ, অভিভাবকদের সচেতনতা সেমিনার—এসব কার্যক্রম প্রতিবছরই পরিচালনা করা হয়। ভবিষ্যতেও এ কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।”
প্রশিক্ষক তোবারক হোসেন খোকন বলেন, “সমাজ নির্মাণে শিশুর নেতৃত্ববোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের শিশুরাই আগামী দিনের দেশের নেতৃত্ব দেবে। তাই শিশুদের মধ্যে নেতৃত্বের কৌশল, দায়িত্ববোধ, মূল্যবোধ, পারিবারিক ভূমিকা ও সমাজের প্রতি কর্তব্য সম্পর্কে ধারণা দেওয়া জরুরি।”
তিনি আরও জানান, প্রশিক্ষণে শিক্ষার্থীদের হাতে-কলমে নেতৃত্ব প্রদানের কৌশল, ভবিষ্যৎ পরিকল্পনা, দায়িত্ববণ্টন, শিক্ষাপ্রতিষ্ঠান ও পরিবারের ভূমিকা ইত্যাদি বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়।
