শুক্রবার , ২৮ নভেম্বর, ২০২৫ | ১৪ অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রকাশিত: ১১:২৬ ৩১ অক্টোবর ২০২৫
সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে “সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের” আওতায় উন্নত জাতের ছাগল ও গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বিতরণ কার্যক্রমের আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অমিত দত্ত সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন ভেটেরিনারি সার্জন শীলা রানী দাস, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার ও সাধারণ সম্পাদক রাজেশ গৌড় প্রমুখ।
আলোচনা শেষে প্রকল্পের আওতায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ১০০টি পরিবারের মাঝে ২০০টি উন্নত জাতের ছাগল বিতরণ করা হয়। পাশাপাশি প্রতিটি পরিবারকে ২৫ কেজি ছাগলের খাবার, গৃহ নির্মাণের জন্য ৪টি সিমেন্টের পিলার, ২টি টিন এবং ৫টি ফ্লোর ম্যাট প্রদান করা হয়।
বিতরণ শেষে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অমিত দত্ত বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মানুষের মাঝে সামান্য এই উপহার দিতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে অংশ নিতে পারা তার কাছে গর্বের বিষয়। প্রদত্ত সামগ্রী ও ছাগলগুলোর যত্ন নিতে তিনি সবাইকে আহ্বান জানান। উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন, এই উদ্যোগের মাধ্যমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মানুষের আত্মনির্ভরশীলতা বাড়বে এবং তাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে।
