শুক্রবার , ২৮ নভেম্বর, ২০২৫ | ১৪ অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রকাশিত: ০৪:৩৭ ২০ অক্টোবর ২০২৫
নেত্রকোণার দুর্গাপুরে রবিবার রাতের ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এই অগ্নিকাণ্ডে বাসন্তী রানী সাহা (৮০) নামে এক বৃদ্ধা দগ্ধ হয়েছেন।
ঘটনা ঘটেছে পৌর শহরের সাধুপাড়া এলাকায় ধনঞ্জয় সাহা ও গোবিন্দ কুমার সাহার বাড়িতে। স্থানীয়দের মতে, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হঠাৎ ধোঁয়া দেখতে পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে যান। পরে খবর পেয়ে দুর্গাপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস জানায়, আগুনের তীব্রতা এবং ঘরের সীমাবদ্ধতার কারণে প্রায় এক ঘণ্টা ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ধনঞ্জয় সাহা ও গোবিন্দ কুমার সাহার ঘরের আসবাবপত্র, জামাকাপড়, বই-খাতা, নথিপত্রসহ সবকিছুই আগুনে পুড়ে গেছে। পাশের সঞ্জয় সরকারের নতুন নির্মিত বাড়ির থাই সিলিং, বৈদ্যুতিক ফ্যান ও লাইটসহ বিভিন্ন সরঞ্জামও ক্ষতিগ্রস্ত হয়েছে।
দুর্গাপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো. মনজুর ফরাজী বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। টিনশেড ঘর হওয়ায় পানি আগুনের মূলে পৌঁছাতে কিছুটা সময় লেগেছে। সবাইকে সহযোগিতার জন্য ধন্যবাদ, আল্লাহর রহমতে আশপাশের বাড়িগুলো বড় ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত।”
এই অগ্নিকাণ্ডে দুই পরিবারের স্বপ্ন ভেঙে গেছে, তবে আশপাশের মানুষের তৎপরতায় বড় ধরনের প্রাণহানি এড়িয়ে যাওয়া গেছে।
এমএনবিডি/তোফায়েল আলম
