দুর্গাপুরে পুলিশের অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

দুর্গাপুরে পুলিশের অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

তোফায়েল আলম ভূঁইয়া: দুর্গাপুর প্রতিনিধি
তোফায়েল আলম ভূঁইয়া: দুর্গাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৯:২৭ ১৬ নভেম্বর ২০২৫

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ৭ নং গাঁওকান্দিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বন্দউষান এলাকায় আওয়ামী লীগ নেতা সোলাইমানকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৫ মিনিটের দিকে বন্দউষান বাজারে তার নিজস্ব দোকানে হঠাৎ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। প্রথম দিকে এলাকায় স্বাভাবিক পরিস্থিতি থাকলেও অল্প সময়ের মধ্যেই ঘটনাটি স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, সন্ধ্যার পরপরই কয়েকজন পুলিশ সদস্য দ্রুতগতিতে বাজারে প্রবেশ করে সরাসরি সোলাইমানের দোকানের সামনে অবস্থান নেন। এরপর তাকে দোকান থেকে বের করে পুলিশ গাড়িতে তোলা হয়। ঘটনাটি এত দ্রুত ঘটে যে আশপাশের অনেকেই কী ঘটছে তা বুঝে উঠতে পারেননি। তবে কিছুক্ষণের মধ্যেই খবরটি এলাকায় ছড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলে কৌতূহলী মানুষের উপস্থিতি বাড়তে থাকে। পুলিশ খুব অল্প সময় অবস্থান করে সোলাইমানকে থানায় নিয়ে যায়।

এ ঘটনার পর এলাকাজুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ পুলিশের হঠাৎ অভিযানের কারণ জানতে চেয়েছেন এবং বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন। অন্যদিকে কেউ কেউ বলছেন, এটি আইনগত প্রক্রিয়ারই অংশ, এতে বিশেষ কিছু নেই। সোলাইমান স্থানীয়ভাবে একজন পরিচিত রাজনৈতিক নেতা হওয়ায় তার গ্রেফতারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও নানা আলোচনা শুরু হয়েছে।

এ বিষয়ে দুর্গাপুর থানার দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবেই সোলাইমানকে গ্রেফতার করা হয়েছে। ঠিক কোন অভিযোগ বা মামলার ভিত্তিতে তাকে আটক করা হয়েছে—এ বিষয়ে জানতে চাইলে পুলিশ জানায়, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর বিষয়টি গণমাধ্যমকে জানানো হবে।

ঘটনার পর থেকে এলাকায় কিছুটা উত্তেজনা থাকলেও সামগ্রিক পরিস্থিতি পুলিশ ও স্থানীয় প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে। পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে, এ জন্য প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে এবং পুরো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

বিজ্ঞাপন

https://moreshopbd.com/