শনিবার , ২৬ এপ্রিল, ২০২৫ | ১৩ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৬ ২৫ এপ্রিল ২০২৫
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় অভিনেতা এবং নিরাপদ সড়ক আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে নতুন একটি রাজনৈতিক দল—‘জনতা পার্টি বাংলাদেশ’। শুক্রবার (২৫ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন এই দলের আত্মপ্রকাশ ঘটে।
‘গড়বো মোরা ইনসাফের দেশ’—এই স্লোগানকে সামনে রেখে গঠিত দলটির চেয়ারম্যান হয়েছেন ইলিয়াস কাঞ্চন নিজেই। দলের মহাসচিবের দায়িত্ব পেয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ।
দলটির মূল লক্ষ্য হিসেবে বলা হয়, এটি মুক্তিযুদ্ধের চেতনা ও ২০২৪ সালের ভাবনায় বিশ্বাসী একটি প্ল্যাটফর্ম, যার উদ্দেশ্য গণমানুষের অধিকার প্রতিষ্ঠা এবং একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন।
দল গঠনের বিষয়ে ইলিয়াস কাঞ্চন বলেন,"রাজনীতি আমার জন্য নতুন কিছু নয়। আমি দীর্ঘদিন ধরেই জনসেবা করে যাচ্ছি। এখন সেটাকেই একটা সংগঠিত রূপে এগিয়ে নিতে চাই। আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছি এবং দেশের ৩০০ আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে।"
তিনি আরও বলেন, দেশের মানুষ বর্তমান রাজনৈতিক দলগুলোর ওপর আস্থা হারিয়েছে। সেই জায়গা থেকেই বিকল্প নেতৃত্বের প্রয়োজন অনুভূত হচ্ছে, এবং ‘জনতা পার্টি বাংলাদেশ’ সে ভূমিকায় এগিয়ে আসবে।
সংবাদ সম্মেলনে দলটির কেন্দ্রীয় কার্যকরী কমিটির তালিকা প্রকাশ করা হয়। এখানে রাজনীতিবিদ, সাবেক আমলা, সাংবাদিক, শিক্ষক এবং সমাজকর্মীরা রয়েছেন।
নেতৃত্বে যারা আছেন:
নির্বাহী চেয়ারম্যান ও মুখপাত্র: গোলাম সারোয়ার মিলন
ভাইস চেয়ারম্যান:
রফিকুল হক হাফিজ
সিনিয়র অ্যাডভোকেট এ বি এম ওয়ালিউর রহমান
রেহানা সালাম
অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল্লাহ
এম এ ইউসুফ
সৈয়দা আজিজুন নাহার
গোলাম মেহরাজ
ব্রিগ্রেডিয়ার জেনারেল (অব.) কামরুল ইসলাম
নির্মল চক্রবর্তী
নির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা:
সিনিয়র যুগ্ম মহাসচিব: এম আসাদুজ্জামান
যুগ্ম মহাসচিব:
অ্যাডভোকেট এবিএম রফিকুল হক তালুকদার রাজা
আল আমিন রাজু
অ্যাডভোকেট শিউলি সুলতানা রুবী
নাজমুল আহসান
জামাল উদ্দিন
শাহাদত হোসেন
আসাদুজ্জামান
জাকির হোসেন লিটু
সমন্বয়কারীরা:
প্রধান সমন্বয়কারী: নূরুল কাদের সোহেল
সহ-সমন্বয়কারী:
অ্যাডভোকেট জাহাঙ্গীর
জাকির হোসেন
ফাতেমা বেগম
রাজনৈতিক অঙ্গনে এই নতুন দলের আগমন কতটা প্রভাব ফেলতে পারে, তা সময়ই বলে দেবে। তবে বিভিন্ন পেশার মানুষের অংশগ্রহণ ও বিকল্প নেতৃত্বের প্রতিশ্রুতি ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে ‘জনতা পার্টি বাংলাদেশ’-কে।
বিজ্ঞাপন