সোমবার , ১১ আগস্ট, ২০২৫ | ২৭ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ০৫:৩৮ ১১ আগস্ট ২০২৫
গাজা সিটির আল-শিফা হাসপাতালের কাছে ইসরায়েলি হামলায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার চার সাংবাদিক নিহত হয়েছেন। নিহতরা হলেন সাংবাদিক আনাস আল-শরিফ ও মোহাম্মদ কোরিয়েকে এবং চিত্রগ্রাহক ইব্রাহিম জাহের ও মোহাম্মদ নৌফাল। তারা হাসপাতালের প্রধান ফটকের কাছে সাংবাদিকদের জন্য তৈরি একটি তাঁবুতে অবস্থান করছিলেন।
আল জাজিরা এই হামলা তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এটি তাদের সাংবাদিকদের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক উস্কানিমূলক কর্মকাণ্ডের অংশ। এর আগেও তারা আনাস আল-শরিফকে টার্গেট করার অভিযোগ করেছিল।
হামলার পর আইডিএফ (ইসরায়েলি ডিফেন্স ফোর্স) টেলিগ্রামে ঘোষণা করে, আনাস আল-শরিফ একজন সাংবাদিকের ছদ্মবেশে হামাসের ‘একটি সন্ত্রাসী সেলের প্রধান’ হিসেবে কাজ করতেন। তবে, নিহত অন্য তিন সাংবাদিকের বিষয়ে তারা কোনো মন্তব্য করেনি।
বিবিসি ভেরিফাইয়ের যাচাই করা ভিডিওতে নিহতদের মরদেহ বহন করা হচ্ছে। উপস্থিত লোকজন মোহাম্মদ কোরিয়েকের নাম ধরে চিৎকার করছেন এবং একজন প্রেস ভেস্ট পরা ব্যক্তি আনাস আল-শরিফের মরদেহ শনাক্ত করছেন।
কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টসের তথ্যানুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে ১৮৬ জন সাংবাদিক নিহত হয়েছেন।
আইডিএফ জানায়, হামলার আগে বেসামরিক লোকজনের ক্ষয়ক্ষতি এড়াতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছিল, যেমন সুনির্দিষ্ট গোলাবারুদ ব্যবহৃত, আকাশপথে নজরদারি, এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পদক্ষেপ নেয়া হয়। কিন্তু আল জাজিরা এই হামলাকে সাংবাদিকদের কাজ বাধাগ্রস্ত করার বিপজ্জনক প্রচেষ্টা হিসেবে দেখছে।
বিশ্বজুড়ে এই ঘটনায় নিন্দার ঝড় ওঠে এবং মানবাধিকার সংগঠনগুলো এই হত্যাকাণ্ডের তীব্র বিচারের দাবি জানাচ্ছে।
বিজ্ঞাপন