মুক্তির দিনেও সারা দেশে সংঘর্ষ, ঝরে গেলো ৫৪ প্রাণ
০৭:২০ ৫ আগস্ট ২০২৪
ছাত্র-জনতার জয়ের দিন সোমবারও দেশব্যাপী আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ হয়েছে। এ ছাড়া দুপুরের পর বিক্ষুব্ধ জনতার গণপিটুনিতে ক্ষমতাসীন দলের অনেক নেতাকর্মী নিহত হয়েছেন। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত সারা দেশে গতকাল আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে ও জনতার গণপিটুনিতে ৫২ জন নিহত হয়েছেন। এর মধ্যে রাজধানীতে ৯ জন ও বিভিন্ন জেলায় ৪৫ জন রয়েছেন। নিহতদের মধ্যে হবিগঞ্জে ৬, রাজশাহীতে ৬, কুষ্টিয়ায় ৬, যশোরে ৫, মানিকগঞ্জে ২, শ্রীপুরে ১, সাভারে ৯, কুমিল্লায় ২, লোহাগড়ায় ২, ঝিনাইদহে ২, চাঁদপুরে ২, কয়রাতে ১ ও সুনামগঞ্জে ১ জন রয়েছেন।