রবিবার , ২২ ডিসেম্বর, ২০২৪ | ৭ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ০৭:২৩ ৮ আগস্ট ২০২৪
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে পালানোর সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ৪৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান নাঈমকে আটক করা হয়েছে।
বুধবার (৭ আগস্ট) রাতে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।
বিমানবন্দরের একজন দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ইমিগ্রেশন পার হওয়ার সময় তাকে ধরা হয়। রাজনৈতিক ব্যক্তিত্বসহ অনেক পেশাজীবীদের বিমানবন্দর ছাড়ার বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে।
সূত্র জানায়, রাজধানীর বিমানবন্দর, কাওলা, শিয়ালডাঙ্গা ও গাওয়াইরসহ আশপাশের এলাকায় দখল ও চাঁদাবাজির জন্য রয়েছে নাঈমের নিজস্ব বাহিনী; তারা এলাকায় ‘নাঈম খলিফা’ হিসেবে পরিচিত।
বিজ্ঞাপন