মঙ্গলবার , ২৫ নভেম্বর, ২০২৫ | ১১ অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রকাশিত: ০৯:৩২ ২৪ নভেম্বর ২০২৫
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মানবিক উদ্যোগের আরেক দৃষ্টান্ত স্থাপন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহিন খসরু। এবারের সহায়তা পেয়েছেন ৪নং শালবাহান ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মানসিক ভারসাম্যহীন ও গৃহহীন নারী মোছা. রাশেদা বেগম। দুর্যোগে ক্ষতিগ্রস্ত এই নারীর ঘর নির্মাণে ৩ বান্ডিল মজবুত ঢেউটিন ও নগদ ৯ হাজার টাকার চেক প্রদান করেন ইউএনও।
শনিবার (২৩ নভেম্বর ২০২৫) দুপুরে তেঁতুলিয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ সহায়তা তুলে দেন তিনি। সরকারি দুর্যোগ সহায়তা হিসেবে প্রদত্ত ঢেউটিন ও নগদ অর্থ রাশেদা বেগমের ঘর নির্মাণে ব্যবহার করা হবে, যাতে তিনি নিরাপদে, মানবিক মর্যাদায় বসবাস করতে পারেন।
সহায়তা হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার আফরোজা শাহিদ খসরু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাইদুল ইসলাম, শালবাহান ইউপির চেয়ারম্যান আশরাফুল ইসলাম, ইউএনও অফিসের সিনিয়র সিএ মোঃ কবির হোসাইন, তেঁতুলিয়া মাধ্যমিক শিক্ষা অফিসার শওকত আলী, তেঁতুলিয়া সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তাহেরসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।
এলাকাবাসী ইউএনওর এ মানবিক উদ্যোগকে স্বাগত ও প্রশংসা জানায়।
তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহিন খসরু জানান, অসহায় ও গৃহহীন মানুষের পাশে জেলা ও উপজেলা প্রশাসন সবসময় কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা নিয়মিতভাবে চলমান থাকবে।
