সখীপুরে সুফল প্রকল্পের সুবিধাভোগীদের মাঝে ঋণের চেক হস্তান্তর!

সখীপুরে সুফল প্রকল্পের সুবিধাভোগীদের মাঝে ঋণের চেক হস্তান্তর!

ছবি: সংগৃহীত

স্টাফ করেসপন্ডেন্ট, মোরনিউজবিডি.কম
স্টাফ করেসপন্ডেন্ট, মোরনিউজবিডি.কম

প্রকাশিত: ০৭:৩২ ১৩ ফেব্রুয়ারী ২০২৫

টাঙ্গাইলের সখীপুর উপজেলার হতেয়া রেঞ্জের কালিদাস বিটে সুফল প্রকল্পের আওতায় সুবিধাভোগী সদস্যদের মাঝে দ্বিতীয় মেয়াদে ঋণের চেক হস্তান্তর করা হয়েছে।

বুধবার সকাল ১১টার দিকে কালিদাস বিট চত্বরে সুবিধাভোগীদের মাঝে এই চেক বিতরণ করা হয়। টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পের আওতায় ৩০ জন সদস্য এই ঋণ সুবিধা পেয়েছেন। পূর্বের ঋণ শোধ করা সদস্যদের দ্বিতীয় দফায় ৬০ হাজার টাকা করে চেক দেওয়া হয়েছে।

"সুবিধাভোগীদের স্বাবলম্বী করার লক্ষ্যেই আমরা এই ঋণ কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আশা করি, তারা এই অর্থ যথাযথভাবে ব্যবহার করবেন।"

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হতেয়া রেঞ্জ কর্মকর্তা এসএম আ. রশিদ। প্রধান অতিথি ছিলেন বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মহসিন হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী বনসংরক্ষক মো. আবু সালেহ, কালিদাস বিট কর্মকর্তা মো. মাসুম উদ্দিন আহমেদ এবং সুফল প্রকল্পের সুবিধাভোগী সদস্যরা।

"বনের সঙ্গে মানুষের জীবনযাত্রার উন্নয়ন ঘটানোই আমাদের মূল উদ্দেশ্য। এই প্রকল্পের মাধ্যমে আমরা আরও বেশি মানুষকে সহায়তা করতে চাই।"
সুফল প্রকল্পের এ ঋণ সুবিধার মাধ্যমে সুবিধাভোগীরা বিভিন্ন আয়বর্ধক কার্যক্রম পরিচালনা করতে পারবেন। যা তাদের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
 

বিজ্ঞাপন