রবিবার , ২২ ডিসেম্বর, ২০২৪ | ৭ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৯ ২৪ নভেম্বর ২০২৪
বাংলাদেশ এখন গ্লোবাল অ্যালায়েন্স ফর হাঙ্গার অ্যান্ড পোভার্টি (Global Alliance for Hunger and Poverty) জোটের সদস্য। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে রোববার (২৪ নভেম্বর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১৮ নভেম্বর ব্রাজিলের পক্ষ থেকে জি২০ সম্মেলনে বৈশ্বিক ক্ষুধা ও দারিদ্র্য মোকাবিলায় 'গ্লোবাল অ্যালায়েন্স ফর হাঙ্গার অ্যান্ড পোভার্টি' জোটের সূচনা ঘোষণা করা হয়। বাংলাদেশ উদ্বোধনী সদস্যদের একজন হিসেবে এই জোটে যোগ দেয়।
এ জোটে এখন পর্যন্ত ৪১টি দেশ সদস্য হিসেবে যুক্ত হয়েছে, এবং এর মূল লক্ষ্য হলো ৫০ কোটি মানুষকে দারিদ্র্য থেকে বের করে আনা, বিশেষ করে অর্থনৈতিক ও সামাজিক সুরক্ষার মাধ্যমে। উন্নত দেশ, বেসরকারি প্রতিষ্ঠান এবং আর্থিক সংস্থাগুলি এই উদ্যোগে দরিদ্র দেশগুলোকে সহায়তা প্রদান করবে।
এছাড়া, ১৫ নভেম্বর জি-২০ সোশ্যাল সামিটে বাংলাদেশের নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস তার ‘থ্রি জিরোস’-এর দৃষ্টিভঙ্গি তুলে ধরেন, যা বৈশ্বিক দারিদ্র্য ও ক্ষুধা মোকাবিলায় একটি গুরুত্বপূর্ণ মাপকাঠি হিসেবে বিবেচিত।
বিজ্ঞাপন