রবিবার , ২২ ডিসেম্বর, ২০২৪ | ৭ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ০৯:৩৬ ২৯ নভেম্বর ২০২৪
ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা আবারও চরমে পৌঁছেছে, যেখানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর কথা বলেছেন।
ইসরায়েলের সম্প্রচারমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু জানান, ইরান যাতে পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিত করতে তিনি সবকিছু করতে প্রস্তুত। তিনি ইঙ্গিত দেন, এই লক্ষ্যে কূটনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক সব ধরনের উপায় ব্যবহার করা হতে পারে।
ইসরায়েল দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে ইরানের পরমাণু কর্মসূচিকে তাদের জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে দেখে আসছে। ইসরায়েল দাবি করেছে, ইরানের সহায়তায় হামাস ও হিজবুল্লাহর মতো সংগঠনগুলো তাদের বিরুদ্ধে কার্যক্রম চালাচ্ছে। ইরানও সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
সামরিক অভিযানের অংশ হিসেবে ইসরায়েল ইরানের বেশ কিছু সামরিক স্থাপনায় হামলা করেছে, যা শেষ হয় অক্টোবর মাসে।
ইরান বরাবরই পরমাণু অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে এবং দাবি করেছে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে। আয়াতুল্লাহ খামেনি পরমাণু অস্ত্র হারাম বলে ফতোয়া দিয়েছেন। তবে পশ্চিমা দেশগুলো ইরানের কর্মকাণ্ডে সন্দেহ প্রকাশ করে এবং তাদের ওপর কঠোর নজরদারি আরোপ করে রেখেছে।
তেহরান বর্তমানে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা করছে। এ আলোচনা কীভাবে অগ্রসর হয়, তা নির্ধারণ করবে ভবিষ্যতে ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনার মাত্রা। তবে নেতানিয়াহুর বক্তব্য থেকে বোঝা যাচ্ছে, ইসরায়েল এই ইস্যুতে কঠোর অবস্থানে রয়েছে।
এ ধরনের দ্বন্দ্ব শুধু মধ্যপ্রাচ্যেই নয়, বরং বৈশ্বিক নিরাপত্তার ওপরও গভীর প্রভাব ফেলতে পারে।
বিজ্ঞাপন