বোদা সীমান্তে মালিকবিহীন ভারতীয় চার গরু আটক করেছে ৫৬ বিজিবি

বোদা সীমান্তে মালিকবিহীন ভারতীয় চার গরু আটক করেছে ৫৬ বিজিবি

খাদেমুল ইসলাম- পঞ্চগড় প্রতিনিধি
খাদেমুল ইসলাম- পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ১০:৪৪ ২৮ নভেম্বর ২০২৫

পঞ্চগড়ের বোদা উপজেলার ধামেরঘাট সীমান্ত থেকে মালিকবিহীন অবস্থায় চারটি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৬ বিজিবি)। আটক গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভোরে বোদা উপজেলার লাহেরীপাড়া এলাকায় নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)–এর অধিনায়ক의 নির্দেশনায় ধামেরঘাট বিওপির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। নায়েব সুবেদার মো. নজরুল ইসলামের নেতৃত্বে টহল দলটি সীমান্ত পিলার ৭৭০/১–এস সংলগ্ন এলাকায় চোরাচালানবিরোধী টহলের সময় ভারত থেকে অবৈধভাবে আনা চারটি গরু পরিত্যক্ত অবস্থায় আটক করে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বোদা সীমান্তে চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। মাদক, গবাদিপশুসহ যেকোনো ধরনের চোরাচালান রোধে ৫৬ বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও চোরাচালানবিরোধী জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

https://moreshopbd.com/