মানসিক ভারসাম্যহীন তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, বাংলাবান্দা থেকে চার ট্রাকচালক আটক

মানসিক ভারসাম্যহীন তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, বাংলাবান্দা থেকে চার ট্রাকচালক আটক

খাদেমুল ইসলাম- পঞ্চগড় প্রতিনিধি
খাদেমুল ইসলাম- পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ১২:৩৯ ১৯ নভেম্বর ২০২৫

মানসিক ভারসাম্যহীন তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ বাংলাবান্দা থেকে চার ট্রাকচালক আটক

পঞ্চগড়ের তেতুলিয়ায় মানসিক ভারসাম্যহীন এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে বাংলাবান্দা স্থলবন্দর এলাকা থেকে চারজন ট্রাকচালককে আটক করেছে তেতুলিয়া মডেল থানা পুলিশ। বুধবার (১৯ নভেম্বর) রাতে বাংলাবান্দা স্থলবন্দর এলাকায় এ ঘৃণ্য ঘটনা ঘটে। স্থানীয়দের সহযোগিতায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তরুণীকে উদ্ধার করে এবং পরবর্তীতে থানায় এনে চারজনকে আটক করে।

আটককৃতরা হলেন—
১. বগুড়া জেলার মানিকচর এলাকার মিন্টু মিয়ার ছেলে হাসান আলী (২০)
২. বগুড়া জেলার নামুজা এলাকার পলাশ মিয়ার ছেলে মো. রাজিব (২৮)
৩. শিবগঞ্জ থানার হরিপুর এলাকার মানিক মিয়ার ছেলে হানিফ (২০)
৪. শিবগঞ্জ থানার চাদিনা দক্ষিণ পাড়ার মালেকের ছেলে সোহেল (৩৫)

জানা যায়, বুধবার রাত আনুমানিক ১০টার দিকে তেতুলিয়া উপজেলার পাগলিডাঙ্গি বাজার এলাকা থেকে মানসিক ভারসাম্যহীন ১৯ বছর বয়সী তরুণীকে জোরপূর্বক ধরে নিয়ে যায় অভিযুক্ত চার যুবক। পরে তাকে বাংলাবান্দা স্থলবন্দর এলাকায় একটি দোকানের পাশে নিয়ে গিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে।

অভিযুক্তরা তরুণীকে ফেলে রেখে পালিয়ে গেলে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তরুণীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরদিন সকালে স্থলবন্দর এলাকা থেকে চারজনকে আটক করা হয়।

তরুণী বর্তমানে তেতুলিয়া মডেল থানা পুলিশের হেফাজতে রয়েছেন এবং তার চিকিৎসা ও পুনর্বাসনসহ প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তেতুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুসা মিয়া বলেন, “অভিযুক্তরা তরুণীকে ভুল বুঝিয়ে স্থলবন্দর এলাকায় নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণ করে। স্থানীয়দের ফোন পেয়ে পুলিশ তাৎক্ষণিক উদ্ধার অভিযান পরিচালনা করে। ঘটনায় জড়িত চারজনকে আটক করা হয়েছে। মামলা রুজুর প্রক্রিয়া চলছে।”

ঘটনাটি এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে। স্থানীয়রা দোষীদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন

https://moreshopbd.com/