নেত্রকোনায় নদীপথে ৩ লাখ টাকার ভারতীয় কম্বলসহ ট্রলার জব্দ

নেত্রকোনায় নদীপথে ৩ লাখ টাকার ভারতীয় কম্বলসহ ট্রলার জব্দ

তোফায়েল আলম ভূঁইয়া: দুর্গাপুর প্রতিনিধি
তোফায়েল আলম ভূঁইয়া: দুর্গাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৬:১৫ ২ নভেম্বর ২০২৫

নেত্রকোনার দুর্গাপুরে নদীপথে ট্রলারে করে ভারতীয় কম্বল পাচারের সময় ২০০ পিস কম্বলসহ এক পাচারকারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১ নভেম্বর) সকালে উপজেলার সোমেশ্বরী নদীর চৈতাটি ঘাট এলাকায় অভিযান চালিয়ে এসব কম্বল উদ্ধার করা হয়।

আটক ব্যক্তির নাম সোহেল মিয়া (৪৮)। তিনি দুর্গাপুর উপজেলার চৈতাটি এলাকার বাসিন্দা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আরও দুইজন—গাঁওকান্দিয়া গ্রামের রাশেদুল ইসলাম (৩২) ও শংকরপুর গ্রামের আনোয়ার হোসেন (৩৮)—সহ অজ্ঞাত তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। শনিবার দুপুরে আটক সোহেল মিয়াকে আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমেশ্বরী নদীপথে অভিযান চালানো হয়। ইঞ্জিনচালিত ট্রলারে ভারতীয় কম্বল পাচার হচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালানোর চেষ্টা করে। তবে সোহেল মিয়াকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। এ সময় ২০০ পিস ভারতীয় কম্বল ও ইঞ্জিনচালিত ট্রলার জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় তিন লাখ ১৫ হাজার টাকা।

পুলিশ আরও জানায়, দীর্ঘদিন ধরে এই চক্রটি ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে বিভিন্ন পণ্য, বিশেষ করে কম্বল এনে দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

বিজ্ঞাপন

https://moreshopbd.com/