ছোট্ট তাছিনের চিকিৎসার দায়িত্ব নিলেন ব্যারিস্টার কায়সার কামাল

ছোট্ট তাছিনের চিকিৎসার দায়িত্ব নিলেন ব্যারিস্টার কায়সার কামাল

তোফায়েল আলম ভূঁইয়া: দুর্গাপুর প্রতিনিধি
তোফায়েল আলম ভূঁইয়া: দুর্গাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১১:১৬ ৩১ অক্টোবর ২০২৫

মাত্র আট বছর বয়সী শিশু আবু তাছিন—জীবনের শুরুতেই এক ভয়াবহ মানসিক ও শারীরিক যন্ত্রণার মধ্য দিয়ে দিন কাটাচ্ছে। জন্মের পর থেকেই ধীরে ধীরে অস্বাভাবিক আচরণ করতে শুরু করে তাছিন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই আচরণ আরও ভয়াবহ রূপ নেয়। নিজের শরীর নিজেই আঘাত করার প্রবণতায় তার দুই হাত-পা বেঁধে রাখতেই হয় বাবা-মায়ের।

তাছিনের বাবা নেত্রকোণার দুর্গাপুর পৌরশহরের দশাল এলাকার রিকশাচালক সুজন মিয়া ও মা গার্মেন্টস কর্মী তাসলিমা বেগম। আর্থিক অনটনে জর্জরিত পরিবারটি দীর্ঘদিন ধরে সন্তানের চিকিৎসা চালিয়ে যেতে পারছে না। ফলে তাছিনের অসুস্থতা আরও বেড়ে যায়। ডাক্তাররা জানিয়েছেন, সঠিক চিকিৎসা ও নিয়মিত পরিচর্যা পেলে শিশুটি সুস্থ হতে পারে। কিন্তু অর্থাভাবে চিকিৎসা অসম্ভব হয়ে পড়েছিল তার পরিবারে।

সম্প্রতি তাছিনকে বেঁধে রাখার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তা নজরে আসে কেন্দ্রীয় বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের। বিষয়টি জানার পর তিনি মানবিক দায়িত্ববোধ থেকে এগিয়ে আসেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে তিনি তাছিনের সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব গ্রহণের ঘোষণা দেন এবং দ্রুত তার উন্নত চিকিৎসার ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “একটি শিশু কখনোই শৃঙ্খলিত জীবনে থাকতে পারে না। তাছিন যেন আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারে, সেই দায়িত্ব আমি নিচ্ছি।”

তার এই মানবিক উদ্যোগে স্থানীয় জনগণ ও সামাজিক সংগঠনগুলো কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা আশা করছেন, ব্যারিস্টার কায়সার কামালের সহানুভূতি ও সহযোগিতায় ছোট্ট তাছিনের জীবনে আবারও নতুন আলো ফিরে আসবে, অন্য শিশুদের মতো সেও ফিরে পাবে মুক্ত, স্বাভাবিক জীবনের ছোঁয়া।

বিজ্ঞাপন

https://moreshopbd.com/