শনিবার , ২১ ডিসেম্বর, ২০২৪ | ৭ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ০৭:৩১ ৫ অক্টোবর ২০২৪
কুড়িগ্রামের চিলমারী নৌ বন্দর এলাকায় ঘুরতে এসে ব্রহ্মপুত্র নদে নেমে গোসল করতে গিয়ে পানিতে ডুবে গিয়ে এক যুবক নিখোঁজ হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার চিলমারী নৌ- বন্দর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ যুবকের নাম সোহান (২২)। সে রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভার সারাই জুম্মাপাড়া এলাকার রাজা মিয়ার ছেলে এবং বিবাহিত জীবনে এক সন্তানের জনক বলে জানা গেছে।
জানা গেছে, হারাগাছ থেকে চিলমারী নদীবন্দর ঘুরতে এসে নদীর পানিতে গোসল করতে গিয়ে প্রবল স্রোতে তলিয়ে যায় সোহান। পরে আর তাকে দেখতে না পেরে সাথের লোকজন চিল্লাচিল্লিতে আশেপাশের লোকজন ছুটে আসেন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছায়। অনেক খোজাখুজির পর তাকে না পেয়ে ফায়ার সার্ভিস কাজ সমাপ্ত করে। শনিবার দুপুর পর্যন্ত তাকে পাওয়া যায়নি।
নিখোঁজ সোহানের সাথে আসা তুহিন আরাফাত (২৮) বলেন , সন্ধ্যায় চিলমারী নৌ-বন্দরে দেখতে সবাই ঘুরতে আসি। তখন সোহান নদীতে গোসল করতে চাইলে আমরা সবাই তাকে নিষেধ করলেও তা সে না মেনে নদীতে লাফ মারে এবং ওখানে থাকা একটি বাল্কহেড অতিক্রম করে ১৭-১৮ ফিট দুরে চলে যায়। এসময় স্থানীয় একজন তাকে তোলার জন্য বাঁশ ফেলে দিলে তা ধরতে পারেনি। আজ শনিবার দুপুর পার হলেও তাকে এখনো পাওয়া যায়নি।
চিলমারী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ নারায়ণ বর্মা বলেন, ‘রাত হওয়ায় উদ্ধার অভিযান চালানো সম্ভব হয়নি। শনিবার (৫ অক্টোবর) সকালে নিখোঁজ যুবককে খুঁজতে ডুবুরি দল এসেছে। এখন পযন্ত ওই যুবককে খুজে পাওয়া যায়নি।
চিলমারী নৌ পুলিশ ফাড়ির এসআই ফেরদৌস আলম জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে উদ্ধার কাজ চলছে। প্রাথমিকভাবে জানা গেছে তারা কয়েকজন বন্ধুরা মিলে ঘুরতে এসেছিলেন ঘাটে।
বিজ্ঞাপন