রবিবার , ২২ ডিসেম্বর, ২০২৪ | ৭ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ০৯:৪১ ২ অক্টোবর ২০২৪
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শাহীনুজ্জামান। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আগামী ১ বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেন। বুধবার (২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. শাহাদাত হোসেন আজাদ পদত্যাগ করায় ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. শাহীনুজ্জামানকে নতুন প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ অতিরিক্ত দায়িত্ব পালনকালে তিনি নিয়মানুযায়ী সুযোগ সুবিধা পাবেন।
নতুন প্রক্টর প্রফেসর ড. শাহীনুজ্জামান বলেন, "ভিসি আমাকে যে দায়িত্ব দিয়েছেন সেটি আমি আমার অবস্থান থেকে ন্যায় ও সততার সাথে কাজ করে যাবো। বিশ্ববিদ্যালয়ের যৌক্তিক সংস্কার আমি সবসময় কাজ করে যাবো। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এই ক্যাম্পাস প্রতিষ্ঠা লাভ করেছিল সে বিষয়ে সামঞ্জস্য রেখেই কাজ করে যাবো। সর্বোপরি সবার সহযোগিতা প্রত্যাশী, সবার আন্তরিকতা ও সহযোগিতা পেলে আমি আমার এ দায়িত্ব সঠিকভাবেই সম্পন্ন করতে সক্ষম হবো। সেই সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি।
বিজ্ঞাপন