রবিবার , ২২ ডিসেম্বর, ২০২৪ | ৭ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ০৮:২১ ২৬ সেপ্টেম্বর ২০২৪
সড়ক দুর্ঘটনায় নিহত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীকে দেখতে কুষ্টিয়া সদর হাসপাতালে গিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. নকীব এম নসরুল্লাহ। বিশ্ববিদ্যালয় থেকে ক্লাস শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন। মৃত শিক্ষার্থী হলেন বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০২২-২৩ বর্ষের মনির হোসেন।
বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুল মোত্তালিব।
বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুল মোত্তালিব বলেন, আমরা তার মৃত্যুর খবরটি অবগত হয়েছি। কুষ্টিয়া সদর হাসপাতালে মৃত্যু হয়েছে। আমরা বিভাগের সকলেই তার জন্য শোকাহত।
এসময় উপাচার্য অধ্যাপক ড. নকীব এম নসরুল্লাহ নিহতের পরিবারকে স্বান্ত্বনা জানান এবং ধৈর্য ধারণের উপদেশ প্রদান করেন।
নিহতের সহপাঠী ও পারিবারিক সূত্রে জানা যায়, মনিরের বাড়ি কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলায়। তার বাবার নাম বেল্লাল হোসেন। তিনি দুপুর ২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস শেষ করে সিএনজিচালিত অটোরিকশায় চড়ে বাড়ি ফিরছিলেন। পরে বিকেল পৌনে তিনটার দিকে কুষ্টিয়ার চৌড়হাস এলাকায় বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় মাথায় মারাত্মকভাবে জখম অবস্থায় তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয়।
বিজ্ঞাপন