সোমবার , ১১ আগস্ট, ২০২৫ | ২৭ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ০৯:২৯ ২৩ জুলাই ২০২৫
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের কোনো গাফিলতি হয়নি বলে দাবি করেছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। তিনি জানিয়েছেন, নিজের ইচ্ছায় পদত্যাগ করার কোনো পরিকল্পনা নেই তার। তবে সরকার (প্রধান উপদেষ্টা) যদি তাকে সরে যেতে বলেন, তাহলে তিনি পদত্যাগ করবেন।
বুধবার (২৩ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। তার আগে তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে বৈঠক করেন।
গত মঙ্গলবার রাষ্ট্রীয় শোক দিবসে শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে বিক্ষোভ করে এবং পরে ভেতরে প্রবেশ করে। তারা শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ দাবি করেন। ঘটনার পরপরই শিক্ষা সচিবকে প্রত্যাহার করা হয়।
এ বিষয়ে উপদেষ্টার পদে থাকা যৌক্তিক কি না— এমন প্রশ্নে সি আর আবরার বলেন, “সেটা সরকার বিবেচনা করবে। আমার ওপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, তা যথাযথভাবে পালনের চেষ্টা করেছি।”
তিনি আরও বলেন, “আমার মনে হয় রায় আপনারাই দিয়ে দিচ্ছেন। কোনো অব্যবস্থাপনা হয়নি, সেটাই বোঝাতে চেষ্টা করছি।”
শিক্ষা সচিবকে সরিয়ে দেওয়ার বিষয়ে তিনি বলেন, “এটা উচ্চতর কমিটির সিদ্ধান্ত। আমি সে সিদ্ধান্তে যুক্ত ছিলাম না। কেন তাকে অব্যাহতি দেওয়া হয়েছে, তা আমি জানি না। নিজের কাজের কোনো ব্যত্যয় হয়েছে বলেও মনে করি না।”
তিনি জোর দিয়ে বলেন, “আমাকে নিয়ে আলোচনা হয়েছে। যদি সরকার মনে করে আমার ব্যর্থতা হয়েছে, তাহলে আমাকে যেতে বললে আমি অবশ্যই চলে যাব। এখানে আঁকড়ে থাকার কিছু নেই।”
বিজ্ঞাপন