টানা ভারী বর্ষণে ফেনীতে ভয়াবহ জলাবদ্ধতা, মুহুরী নদীর বাঁধে ৭ স্থানে ভাঙন!

টানা ভারী বর্ষণে ফেনীতে ভয়াবহ জলাবদ্ধতা, মুহুরী নদীর বাঁধে ৭ স্থানে ভাঙন!

স্টাফ করেসপন্ডেন্ট, মোরনিউজবিডি.কম
স্টাফ করেসপন্ডেন্ট, মোরনিউজবিডি.কম

প্রকাশিত: ০৭:১৬ ৮ জুলাই ২০২৫

ফেনীতে টানা ভারী বর্ষণে ভয়াবহ জলাবদ্ধতা দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় (৭ জুলাই সন্ধ্যা ৬টা থেকে ৮ জুলাই সন্ধ্যা ৬টা পর্যন্ত) জেলায় ৪৪১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি বছর দেশের মধ্যে একদিনে সর্বোচ্চ। এই তথ্য নিশ্চিত করেছেন ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান।

অতিরিক্ত বৃষ্টির ফলে শহরের এসএসকে সড়ক, রামপুর শাহীন একাডেমি, পাঠানবাড়ি, নাজির রোড, পেট্রোবাংলোসহ বিভিন্ন এলাকায় কোমরসমান পানি জমে গেছে। এতে করে জনজীবনে চরম দুর্ভোগ দেখা দিয়েছে। খেটে খাওয়া মানুষ, দিনমজুর, শিক্ষার্থী ও চাকরিজীবীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন। দোকানপাট, শিক্ষাপ্রতিষ্ঠান ও যান চলাচল কার্যত অচল হয়ে পড়েছে।

এদিকে পাহাড়ি ঢল ও একটানা বৃষ্টির কারণে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ৮ জুলাই রাত ৮টা ২০ মিনিটে মুহুরী নদীর পানি বিপদসীমার ১৩৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এর ফলে ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার নিম্নাঞ্চল ইতোমধ্যে প্লাবিত হয়েছে।

উপজেলাগুলোয় পানি প্রবেশ করায় মুহুরী নদীর বাঁধে সাতটি স্থানে ভাঙন দেখা দিয়েছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড ফেনী বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আকতার হোসেন মজুমদার। ভাঙনের স্থানগুলোর মধ্যে রয়েছে পরশুরাম উপজেলার জঙ্গলঘোনা (দুইটি স্থান), সাহেবনগর, দেড়পাড়া ও গদানগর এলাকা।

এই পরিস্থিতিতে ফেনী জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমার ওপরে রয়েছে। তবে আতঙ্কিত না হয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। জরুরি সহায়তার প্রয়োজন হলে জেলা প্রশাসকের হেল্প ডেস্কে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।

 

বিজ্ঞাপন