যেকোনও আগ্রাসনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে পাকিস্তানের সেনাবাহিনী : হুঁশিয়ারি প্রতিরক্ষামন্ত্রীর

যেকোনও আগ্রাসনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে পাকিস্তানের সেনাবাহিনী : হুঁশিয়ারি প্রতিরক্ষামন্ত্রীর

অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি
অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি

প্রকাশিত: ০১:৩৭ ২৭ এপ্রিল ২০২৫

জম্মু ও কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় প্রাণহানির ঘটনায় দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী, ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই সংকটময় পরিস্থিতিতে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ রবিবার দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ-এ এক সাক্ষাৎকারে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

তিনি বলেন, "যদি ভারত উত্তেজনা ছড়ায়, তাহলে আমাদের কেউ থামাতে পারবে না। পাকিস্তানের সশস্ত্র বাহিনী যেকোনও আগ্রাসনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে।"

প্রতিরক্ষামন্ত্রী আরও জানান, পুরো পাকিস্তান এখন সশস্ত্র বাহিনীর সঙ্গে ঐক্যবদ্ধ। তিনি সতর্ক করে বলেন, পারমাণবিক শক্তিধর দুই রাষ্ট্রের মধ্যে সংঘাত শুরু হলে তা কেবল আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক শান্তির জন্যও গুরুতর হুমকি হয়ে উঠবে। এই বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করা হয়েছে বলেও জানান তিনি।

পুলওয়ামা হামলার প্রসঙ্গ টেনে খাজা আসিফ বলেন, "যেভাবে পুলওয়ামার সময় প্রতিক্রিয়া দেখানো হয়েছিল, এবারও তেমনি কঠোর জবাব দেওয়া হবে। মোদির সরকার যদি উত্তেজনা বাড়ানোর চেষ্টা করে, তাহলে আমরা তার জবাব দিতে প্রস্তুত।"

তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মিথ্যা প্রচারণার জন্য অভিযুক্ত করে বলেন, মোদি অতীতে পুলওয়ামার মতো ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেছিলেন এবং এবারও একই কৌশল প্রয়োগের চেষ্টা করছেন। তবে পাকিস্তান এখন আগের চেয়ে অনেক বেশি প্রস্তুত ও শক্তিশালী বলে মন্তব্য করেন আসিফ।

পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৫ ভারতীয় নাগরিক ও এক নেপালি নাগরিক নিহত হওয়ার পর ভারতীয় কর্তৃপক্ষ পাকিস্তানকে এই হামলার জন্য দায়ী করে। ভারতের অভিযোগ, পাকিস্তান সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদে সহায়তা দিচ্ছে।

এর জেরে, ভারত বেশ কিছু কঠোর কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে -

ভারত-পাকিস্তান দীর্ঘদিনের সিন্ধু পানি চুক্তি স্থগিত,

দুই দেশের প্রধান স্থলসীমান্ত বন্ধ,

পাকিস্তানি কূটনীতিকদের বহিষ্কার,

ইসলামাবাদ থেকে ভারতীয় সামরিক উপদেষ্টা প্রত্যাহার,

এবং পাকিস্তানে নিযুক্ত ভারতীয় হাইকমিশনে কর্মীসংখ্যা কমানোর সিদ্ধান্ত।

ভারতের এই সিদ্ধান্তের পর পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি (NSC) জরুরি বৈঠক করে ভারতের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয়। যদিও বিস্তারিত পদক্ষেপ এখনো জানানো হয়নি, তবে ইসলামাবাদের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, তারা নিজেদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় কোনও ধরনের আপস করবে না।

পাকিস্তানের পক্ষ থেকে বারবার বলা হয়েছে, তারা পেহেলগামের ঘটনার সঙ্গে কোনওভাবেই জড়িত নয় এবং এই ধরনের হামলার তীব্র নিন্দা করেছে।
 

বিজ্ঞাপন