বুধবার , ০৮ জানুয়ারি, ২০২৫ | ২৪ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
ছবি : সংগৃহীত
প্রকাশিত: ১২:৪৮ ৬ জানুয়ারী ২০২৫
বিয়ের পর্ব শেষ করেই জনপ্রিয় গায়ক দিলেন আরেক সুখবর। শনিবার সন্ধ্যায় রাজধানী ঢাকার একটি কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে তাহসান ও রোজার বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পরেই জানা গেল নতুন একটি গান নিয়ে সবার সামনে আসছেন তাহসান।
আন্তর্জাতিক মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেছেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। গত শনিবার পারিবারিকভাবে যুক্তরাষ্ট্রপ্রবাসী রোজা আহমেদকে বিয়ে করেন তিনি। তাদের বিয়ের খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড়।
শুধু তাই নয়, গানটির প্রকাশনা অনুষ্ঠানে এটি তৈরির গল্পও শোনাবেন এই শিল্পী। তাহসানের সেই নতুন গানের নাম ‘একা ঘর আমার’। স্যাড-রোমান্টিক গানটির কথা ও সুরও গায়কের নিজের। এতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন সিঁথি সাহা।
এরই মধ্যে গানটির একটি মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে। গানটি নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। আর সেখানে অভিনয় করেছেন গানের শিল্পীরাই। অনুপম রেকর্ডিং মিডিয়ার প্রযোজনায় নির্মাণ করা হয়েছে এটি। সোমবার অনুপম মিউজিক নামের ইউটিউব চ্যানেলে প্রকাশ হওয়ার কথা রয়েছে।
বিজ্ঞাপন