শনিবার , ২১ ডিসেম্বর, ২০২৪ | ৭ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ০৬:৩৩ ১৪ অক্টোবর ২০২৪
এই প্রজন্মের অভিনেত্রীদের মধ্য এখন সবচেয়ে ব্যস্ত অনন্যা পাণ্ডে। একের পর এক সিনেমা, সিরিজে কাজ করে চলেছেন বলিউডের এই জনপ্রিয় ও আলোচিত অভিনেত্রী।
সম্প্রতি অনন্যার অভিনীত সিরিজ ‘সিটিআরএল’ মুক্তি পেয়েছে। এই সিরিজ নিয়ে কথা বলতে গিয়ে প্রসঙ্গ ক্রমে তিনি শাহরুখ খান এবং গৌরী খানের ছেলে আরিয়ান খানের একটি গোপন কথা ফাঁস করেন। জানান শাহরুখ পুত্র নাকি তার ভিডিও ফাঁসের হুমকি দিতেন। অনন্যা জানান যে, তিনি ডেইলি ভ্লগ করতেন। কিন্তু সেগুলো কখনোই অনলাইনে পোস্ট করেননি। তবে সেই ব্যক্তিগত ভিডিও নিয়েই ছোটবেলার বন্ধু আরিয়ান খান খেলার ছলে অনন্যাকে ব্ল্যাকমেইল করতেন।
এ অভিনেত্রী বলেন, ‘আমি প্রতিদিন কী করি, কী খাই সবটা রেকর্ড করতাম, কিন্তু কোথাও পোস্ট করিনি। আমার কাছে এখনও সেই ভিডিওগুলো রয়েছে। মূলত আমি, সুহানা এবং শানায়া একসঙ্গে যা যা করতাম সেইসব রেকর্ড করতাম।’
তিনি আরও বলেন, ‘আর সেই ভিডিওগুলো নিয়ে আরিয়ান আমাদের হুমকি দিতেন। বলতেন, আমরা যদি ওর জন্য কাজ না করি তাহলে আরিয়ান আমাদের সেই ভিডিয়োগুলি ফাঁস করে দেবেন।
বিজ্ঞাপন