পঞ্চগড়ে দুই ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ

পঞ্চগড়ে দুই ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ

খাদেমুল ইসলাম- পঞ্চগড় প্রতিনিধি
খাদেমুল ইসলাম- পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ১২:৫৩ ২৪ নভেম্বর ২০২৫

পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট এলাকায় দুই ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ ওঠায় ব্যবসায়ীদের উদ্যোগে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে কামাতকাজলদিঘী ইউনিয়নের টুনিরহাট বাজারে ব্যবসায়ী সমাজ এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে।

প্রথমে টুনিরহাট বাজার বটতলা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে ফিরে এসে শেষ হয়। এরপর মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে টুনিরহাট বাজারের ব্যবসায়ীদের পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষও অংশ নেন।

সমাবেশে বক্তব্য দেন কামাতকাজলদিঘী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিন, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মঈনুল, টুনিরহাট বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল গণি, সাধারণ সম্পাদক মোতাহার আলী, কোষাধ্যক্ষ জনি প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, টুনিরহাট বাজারের ব্যবসায়ী খায়রুল ও খতিবরের বিরুদ্ধে লাবলু নামে এক ব্যক্তি মিথ্যা মামলা দায়ের করেছেন। তারা বলেন, লাবলু একজন মামলাবাজ ও প্রতারক চরিত্রের লোক, যিনি এর আগেও বহু মানুষকে মিথ্যা মামলায় হয়রানি করেছেন। বক্তাদের দাবি—ব্যবসায়ীদের কাছ থেকে বাকিতে পণ্য নিয়ে উল্টো মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে, যার কোনো বাস্তব ভিত্তি নেই।

ব্যবসায়ীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে এ মামলা প্রত্যাহার না করা হলে সড়ক অবরোধসহ কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। প্রয়োজন হলে বাজারের সকল দোকানপাট শাটডাউন করে অনির্দিষ্টকালের আন্দোলন চালানো হবে।

বিজ্ঞাপন

https://moreshopbd.com/