শুক্রবার , ০৫ সেপ্টেম্বর, ২০২৫ | ২১ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ০৯:০৫ ৭ আগস্ট ২০২৫
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য ড. নাজমুল আহসান কলিমউল্লাহকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি বলেন, “দুর্নীতির অভিযোগে দুদক কর্তৃক তদন্তাধীন একটি মামলায় রিকুইজিশন ছিল। সেই অনুযায়ী মোহাম্মদপুরে তার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে দুদকের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান।”
গত ১৮ জুন বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে ড. কলিমউল্লাহসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করে দুদক।
মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত ডিপিপি (ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল) না মেনে নকশা পরিবর্তন করেছেন এবং মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া ৩০ কোটির বেশি টাকার চুক্তি করেছেন।
এছাড়া ঠিকাদারের রানিং বিল থেকে কেটে রাখা নিরাপত্তা জামানত ব্যাংকে এফডিআর হিসেবে জমা করে এবং তা লিয়েনে রেখে ‘নো অবজেকশন সার্টিফিকেট’ প্রদান করেন, যার মাধ্যমে সরকারের প্রায় ৪ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
বিজ্ঞাপন