রবিবার , ২২ ডিসেম্বর, ২০২৪ | ৭ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ০৭:৩৮ ২ ডিসেম্বর ২০২৪
ক্ষমতাচ্যুত সরকারের চার সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, ডা. দীপু মনি এবং জুনাইদ আহমেদ পলককে নতুন মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত।
সোমবার সকালে রামপুরা, হাতিরঝিল ও শাহবাগ থানায় করা বিভিন্ন মামলায় তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত। এরপর শুনানি শেষে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
আদালত সূত্রে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা এবং বিএনপি নেতাকর্মীদের হত্যাচেষ্টার মামলায় রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুকে গ্রেফতার দেখানো হয়।
এছাড়া, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শাহবাগে এক ব্যক্তি নিহতের মামলায় ডা. দীপু মনি ও জুনাইদ আহমেদ পলক এবং রামপুরায় সোহান শাহ নামে এক গার্মেন্টস কর্মী হত্যার মামলায় ইনুকে আসামি করা হয়েছে।
আসামিপক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করলেও রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। শুনানি শেষে আদালত জামিন আবেদন খারিজ করে দেন।
সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীদের গ্রেফতার ও কারাগারে পাঠানোর ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে।
এই মামলাগুলোর কার্যক্রমের ওপর নির্ভর করছে তাদের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান।
বিজ্ঞাপন