রবিবার , ২২ ডিসেম্বর, ২০২৪ | ৭ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৬ ৬ নভেম্বর ২০২৪
কুড়িগ্রামের ভূরুঙ্গারী উপজেলার আন্ধারীঝার ইউনিয়নের চর ধাউরারকুটি এলাকায় দুধকুমার নদীর ভাঙ্গন রোধে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার দুপুরে দুধকুমার নদীর পূর্ব তীরে চাদনী বাজার এলাকায় এ মানববন্ধনে শত শত মানুষ অংশ গ্রহন করেন।
এসময় বক্তব্য রাখেন আন্ধারীঝার ইউপি চেয়ারম্যান জাভেদ আলী মন্ডল, ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, যুবদল নেতা সাইদুল ইসলাম সহ প্রমূখ। বক্তারা দাবি করেন দুধকুমার নদের ভাঙ্গন চলমান থাকলেও ভাঙ্গন রোধে কোনো ব্যবস্থা নেয়নি বিগত সরকার। অবিলম্বে ভাঙ্গন রোধে ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা।
বিজ্ঞাপন