সোমবার , ০৫ মে, ২০২৫ | ২১ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ০৫:১৬ ৪ মে ২০২৫
গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। রোববার (৪ মে) রাত ১০টার পর রাজধানীর বাংলামোটর এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে টিএসসি অভিমুখে অগ্রসর হয়।
বিক্ষোভে অংশ নেয়া নেতাকর্মীরা হামলার তীব্র নিন্দা জানিয়ে দ্রুততম সময়ে হামলাকারীদের শনাক্ত করে ২৪ ঘণ্টার মধ্যে বিচারের আওতায় আনার দাবি জানান।
এ সময় বিক্ষোভকারীদের ‘হাসনাত, হাসনাত’ নামে স্লোগান দিতে দেখা যায়। একইসঙ্গে তারা ‘আপস না সংগ্রাম, সংগ্রাম, সংগ্রাম’, ‘আওয়ামী লীগের বিরুদ্ধে, অ্যাকশন টু অ্যাকশন’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘নিষিদ্ধ নিষিদ্ধ করো, আওয়ামী লীগ নিষিদ্ধ করো’, ‘হাসনাতের রক্ত বৃথা যেতে দেব না’, ‘জুলাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘সন্ত্রাসীদের বিরুদ্ধে, অ্যাকশন অ্যাকশন’ ইত্যাদি নানা স্লোগান দেন।
প্রসঙ্গত, একই দিন সন্ধ্যায় গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে একদল সন্ত্রাসী অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এতে গাড়ির ক্ষয়ক্ষতির পাশাপাশি নেতাকর্মীদের মাঝে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। এনসিপি এই হামলাকে রাজনৈতিক ষড়যন্ত্র ও দল দমনের অপচেষ্টা হিসেবে অভিহিত করেছে।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, দাবি না মানা হলে পরবর্তী কর্মসূচি দ্রুত ঘোষণা করা হবে।
বিজ্ঞাপন