রবিবার , ০৪ মে, ২০২৫ | ২১ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ০৬:০১ ৪ মে ২০২৫
ভারত-পাকিস্তান সম্পর্ক যখন নতুন করে উত্তেজনার মুখে, তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন তৃণমূল কংগ্রেস নেতা কীর্তি আজাদ। তাঁর দাবি, কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক জঙ্গি হামলাকে কেন্দ্র করে বিজেপি সরকার রাজনৈতিক ফায়দা তোলার জন্য ‘যুদ্ধের নাটক’ করছে। শনিবার হিন্দুস্তান টাইমস-এ প্রকাশিত এক প্রতিবেদনে তিনি এ মন্তব্য করেন।
কীর্তি আজাদ বলেন, “এই হামলার পরও গোয়েন্দা বিভাগ কোনো আগাম তথ্য দিতে ব্যর্থ হয়েছে। তবুও বিজেপি রাজনৈতিক মুনাফার লক্ষ্যে জনগণের আবেগ নিয়ে খেলছে। এটা একটা পরিকল্পিত নাটক।” তিনি আরও যোগ করেন, “পশ্চিমবঙ্গে বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে বিজেপি সরব, অথচ নিজের দেশের সীমান্ত দিয়ে জঙ্গি ঢুকে পড়ছে, তাও তারা সামলাতে পারছে না। কিন্তু নাটক চলছে—যুদ্ধ যুদ্ধ খেলা।”
সাম্প্রতিক সময়ে পাকিস্তান হুমকি দিয়েছে, যদি ভারত সিন্ধু নদীর ওপর নতুন করে বাঁধ নির্মাণ করে, তাহলে তারা সেটি ধ্বংস করে দেবে। এ প্রেক্ষিতে ভারতীয় সরকারের পক্ষ থেকে এখনও কোনো সরকারি প্রতিক্রিয়া আসেনি। এই প্রেক্ষাপটেই কীর্তি আজাদ মোদি সরকারের জাতীয় নিরাপত্তা নীতিকে ব্যর্থ বলে দাবি করেন।
তিনি আরও কটাক্ষ করে বলেন, “বিজেপি আসলে শুধু টাই টাই, ফিস ফিস, ঠনঠন গোপাল করছে!” এই মন্তব্যে পরিষ্কার যে তিনি মোদি সরকারের বিরুদ্ধে শুধু সমালোচনা নয়, বরং তাদের পুরো নির্বাচনী কৌশলকেই প্রশ্নবিদ্ধ করছেন।
তিনি আশঙ্কা প্রকাশ করেন, যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করে জনগণের দৃষ্টি অন্যত্র সরিয়ে দেওয়া হচ্ছে, যাতে মূল সমস্যাগুলো—বিশেষ করে অভ্যন্তরীণ নিরাপত্তা ও গোয়েন্দা ত্রুটি—চাপা পড়ে যায়।
বিজ্ঞাপন