পঞ্চগড় সদর উপজেলা বিএনপি’র সভাপতি আবু দাউদ এবং সেক্রেটারি মাহফুজুর রহমান

পঞ্চগড় সদর উপজেলা বিএনপি’র সভাপতি আবু দাউদ এবং সেক্রেটারি মাহফুজুর রহমান

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
জেলা প্রতিনিধি, পঞ্চগড়

প্রকাশিত: ০৪:৫৮ ৪ মে ২০২৫

দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত হলো পঞ্চগড় সদর উপজেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন ও নেতৃত্ব নির্বাচন। শনিবার (৩ মে) রাতে পঞ্চগড় সরকারি অডিটরিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ ফলাফল ঘোষণা করেন।

সভাপতি পদে আবু দাউদ প্রধান ৪৩৬ ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী আনোয়ার হোসেনকে পরাজিত করে নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে মাহফুজুর রহমান বাবু ৪৩৩ ভোট পেয়ে জয়লাভ করেন। সাংগঠনিক সম্পাদক পদে ধাক্কামারা ইউনিয়ন বিএনপি সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আওরঙ্গজেব ৩৯০ ভোট পেয়ে নির্বাচিত হন।

এর আগে দুপুর সাড়ে ১১টায় দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করা হয়। প্রথম অধিবেশন শেষে বিকাল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার দশটি ইউনিয়ন থেকে আগত ৭১০ জন কাউন্সিলর অডিটরিয়ামে প্রবেশ করেন এবং সন্ধ্যা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোটগ্রহণ শেষে জেলা বিএনপির আহ্বায়ক জাহেরুল ইসলাম কাচ্চুর নেতৃত্বে ও কেন্দ্রীয় বিএনপির দুইজন সাংগঠনিক সম্পাদকের উপস্থিতিতে ভোট গণনা শুরু হয়। রাত সাড়ে ১০টার দিকে ফলাফল ঘোষণা করা হয়।

উল্লেখ্য, ২০২০ সালে গঠিত আহ্বায়ক কমিটির মেয়াদ শেষে এই সম্মেলনের আয়োজন করা হয়। এতে সভাপতি পদে বর্তমান আহ্বায়ক আনোয়ার হোসেন এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক দুইবারের ইউপি চেয়ারম্যান আবু দাউদ প্রধান প্রতিদ্বন্দ্বিতা করেন। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন বর্তমান সদস্য সচিব সেকেন্দার আলী এবং সাবেক ছাত্রদল ও যুবদল নেতা মাহফুজুর রহমান বাবু। সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন আওরঙ্গজেব ও মানিক।

এই সম্মেলনের মধ্য দিয়ে পঞ্চগড় সদর উপজেলা বিএনপি’র নতুন নেতৃত্ব গঠিত হলো, যা আগামী দিনে দলের সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে।

খাদেমুল ইসলাম/এম এন পি 

বিজ্ঞাপন