অপু-জায়েদ-নুসরাত ফারিয়াসহ হত্যাচেষ্টা মামলায় এবার ১৭ তারকা!
ঢাকাই চলচ্চিত্র অঙ্গনে ফের নতুন আলোচনার সূত্রপাত হয়েছে। এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে ১৭ জন নামি-দামি অভিনয়শিল্পী। তাঁদের বিরুদ্ধে অভিযোগ—গুরুতর অপরাধ ‘হত্যাচেষ্টা’র সঙ্গে সম্পৃক্ততা। মামলায় নাম উঠে এসেছে নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, জায়েদ খান, মেহের আফরোজ শাওন, সুবর্ণা মোস্তফা, রোকেয়া প্রাচী, নিপুণ আক্তার, সোহানা সাবা, আশনা হাবিব ভাবনা, জ্যোতিকা জ্যোতিসহ আরও বেশ কয়েকজনের।