![গাজীপুরে দিনদুপুরে স্বর্ণ লুট: দুই আসামি কারাগারে]()
গাজীপুরে দিনদুপুরে স্বর্ণ লুট: দুই আসামি কারাগারে
০৫:৪১ ১৪ নভেম্বর ২০২৫
গাজীপুরের শ্রীপুরে আলোচিত স্বর্ণের দোকান লুটের মামলায় দুই আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত (শ্রীপুর)–এর বিচারক জেসমিন নাহার আসামি কবির ওরফে ফরমা কবির (৩ নম্বর আসামি) এবং কবির হোসেনকে (৫ নম্বর আসামি) জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।