দীর্ঘ ১৭ বছর নেতাকর্মীরা ঘর ছাড়া: খৈয়ম
১১:০০ ১ ডিসেম্বর ২০২৪
দীর্ঘ ১৭ বছর বিএনপির নেতাকর্মীরা কেও ঘরে থাকতে পারেনি। প্রায় প্রতিটা নেতাকর্মীই মিথ্যা মামলায় দিনের পর দিন হয় জেলে না হয় পালিয়ে থেকেছে বলে মন্তব্য করেছেন রাজবাড়ীর জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। ৩০শে নভেম্বর, শনিবার ঐতিহাসিক বেলগাছী রেলওয়ে ঈদগাহ ময়দানে আয়োজিত রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়ন ও খানগঞ্জ ইউনিয়ন বিএনপির যৌথ জনসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।