শনিবার , ০৩ মে, ২০২৫ | ২০ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ০৬:৫৯ ২ মে ২০২৫
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার দরগাসিং গ্রামে প্রতিবন্ধি এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়েছেন স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক। মঙ্গলবার (১ মে) বিকেলে ঘটনাটি ঘটে। অভিযুক্ত শিক্ষক মো. ইনছান আলী ফকিরপাড়া দাখিল মাদ্রাসার আরবি বিষয়ের শিক্ষক এবং উপজেলার মহিগছ গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মৃত আনোয়ার খাঁ।
স্থানীয়রা জানান, প্রতিবন্ধি ওই নারী আত্মীয়তার সম্পর্কের সুবাদে বাড়িতে একা থাকায় শিক্ষক ইনছান আলী কৌশলে সেখানে গিয়ে ধর্ষণের চেষ্টা করেন। নারী চিৎকার শুরু করলে স্থানীয়রা তাকে আপত্তিকর অবস্থায় হাতেনাতে আটক করেন এবং গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।
স্থানীয় সূত্র জানায়, ইনছান আলীর বিরুদ্ধে আগে থেকেই নানা ধরনের অসদাচরণের অভিযোগ ছিল। একাধিকবার প্রতিবন্ধি নারীকে প্রতারণার মাধ্যমে শারীরিক সম্পর্কে জড়ানোর অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।
ফকিরপাড়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মো. আব্দুল হাকিম বলেন, “ইনছান আলী ভালো চরিত্রের ব্যক্তি নন। স্থানীয়দের হাতে আপত্তিকর অবস্থায় ধরা পড়েছেন তিনি।”
এ বিষয়ে তেঁতুলিয়া উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসাইন বলেন, “ঘটনাটি সত্য। আমি নিজেও তাকে জিজ্ঞাসা করেছি এবং তিনি বিষয়টি স্বীকার করেছেন। এলাকাবাসীর ক্ষোভে তিনি অবরুদ্ধ ছিলেন, পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।”
মডেল থানার তদন্ত কর্মকর্তা (পরিদর্শক) আব্দুল মালেক জানান, “গৃহবধূর সঙ্গে আপত্তিকর অবস্থায় স্থানীয়রা ওই শিক্ষককে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।”
তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুসা মিয়া বলেন, “অভিযুক্ত শিক্ষককে অবরুদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। এখনো পর্যন্ত কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে মামলার প্রস্তুতি চলছে।”
খাদেমুল ইসলাম/এম এন পি
বিজ্ঞাপন