মার্কিন অভিনেত্রীকে বিয়ে করছেন জায়েদ খান!

মার্কিন অভিনেত্রীকে বিয়ে করছেন জায়েদ খান!

বিনোদন প্রতিবেদক, মোরনিউজবিডি.কম
বিনোদন প্রতিবেদক, মোরনিউজবিডি.কম

প্রকাশিত: ০৭:০০ ১ মে ২০২৫

মানুষ চোখের আড়ালে থাকলে কত কিছুই না রটে! এ কথার বাস্তব প্রমাণ যেন হয়ে উঠেছেন চিত্রনায়ক জায়েদ খান। প্রায় এক বছর ধরে দেশ ছেড়ে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি। কবে ফিরবেন—তা নিয়েও নেই কোনো নির্দিষ্ট খবর। এই দীর্ঘ অনুপস্থিতিতে ভক্তদের মাঝে জল্পনা-কল্পনার যেন শেষ নেই।

সামাজিক যোগাযোগমাধ্যমে গত দুদিন ধরে ছড়িয়ে পড়েছে একটি গুঞ্জন—মার্কিন প্রবাসী এক অভিনেত্রীকে বিয়ে করেছেন জায়েদ খান, এবং লুকিয়ে সংসারও করছেন সেখানে! যদিও এ নিয়ে এখনো কোনো প্রামাণ্য তথ্য পাওয়া যায়নি, তবুও খবরটি নিয়ে আলোচনা তুঙ্গে।

গুঞ্জনের পালে হাওয়া লাগার আরেকটি কারণ—অভিনেতার নিজ থেকেই এসব বিষয়ে স্পষ্ট কোনো মন্তব্য না করা। তবে শেষমেশ মুখ খুললেন জায়েদ খান। এক সংবাদমাধ্যমে তিনি জানান, “আমি নিজেই ফেসবুকে দেখলাম আমি বিয়ে করেছি! সেখানে আবার লেখা, স্ত্রীসহ দুবাইয়ে হানিমুনে যাবো।”

তবে গুঞ্জনের সবকিছুকে অস্বীকার করে জায়েদ খান বলেন, “আসলে আমি তো বিয়েই করিনি। এখানে (যুক্তরাষ্ট্রে) এসে কিছু নতুন প্রজেক্টের কাজ করছি। আর নিজেকে সময় দিচ্ছি।”

তিনি আরও যোগ করেন, “এই গুঞ্জনে আমি বিব্রত বোধ করলেও খানিকটা মজাও পেয়েছি।”

জায়েদ খানের এই ব্যাখ্যার পরও রহস্যের কুয়াশা পুরোপুরি কাটেনি। ভক্তরা এখন অপেক্ষায়—নায়কের নতুন প্রজেক্ট আর তার ফেরার দিনক্ষণ জানার জন্য।

বিজ্ঞাপন