রবিবার , ২২ ডিসেম্বর, ২০২৪ | ৭ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
কাউছার মানিক ছবি: সংগৃহীত
প্রকাশিত: ০৫:৫৫ ৮ আগস্ট ২০২৪
লক্ষ্মীপুরে প্রতিপক্ষের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ ও চাঁদা আদায়ের অভিযোগে ছাত্রদলের এক নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। কাউছার মানিক নামের ওই ব্যক্তি চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সদস্য ছিলেন।
গতকাল বুধবার রাতে জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আকবর হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, চলমান পরিস্থিতিতে দলীয় নির্দেশনা ভঙ্গ ও বিশৃঙ্খল কার্যক্রমের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কাউছারকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক মামুনের নির্দেশনায় কাউছারকে বহিষ্কার করা হয়।
তবে জেলা ছাত্রদলের একাধিক সূত্র জানিয়েছে, মানিকের বিরুদ্ধে সদর উপজেলার চন্দ্রগঞ্জের এক স্কুলশিক্ষকসহ কয়েকজনের বাড়িতে অগ্নিসংযোগ ও চাঁদা আদায়ের অভিযোগ আছে। এসব কারণে তাঁকে দল থেকে তাৎক্ষণিক বহিষ্কার করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন বলেন, চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ছাত্রদল থেকে সবাইকে সতর্ক করা হয়েছে। কিন্তু দলীয় নির্দেশনা ভঙ্গ করায় কাউছারকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। চলমান পরিস্থিতিতে সবাইকে দলের নির্দেশনা মানার অনুরোধ করেন তিনি।
বিজ্ঞাপন