রবিবার , ২২ ডিসেম্বর, ২০২৪ | ৭ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
ছবি:সংগৃহীত
প্রকাশিত: ১২:৪৮ ৩০ জুলাই ২০২৪
সরকারের লক্ষ্য সব দলকে নিষিদ্ধ করে একদলীয়ভাবে টিকে থাকা। কোটা সংস্কারে ছাত্ররা আলোচনায় বসতে চেয়েছিল কিন্তু সরকার জমিদার সুলভ আচরণ করে ঔদ্ধত্য দেখিয়েছে। এই সরকার দেশের জনগণকে ভয়ভীতি দেখিয়ে ত্রাসের রাজত্ব করতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (৩০ জুলাই) বিএনপির গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনে সরকারের পৃষ্ঠপোষকতায় পুলিশের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গ্রেফতারকৃত ছাত্রদের অবিলম্বে মুক্তি জানিয়ে মহাসচিব বলেন, এ ধরণের ঘটনা রাজনীতিতে দেখিনি। গোটা জাতির সাথে মশকরা করা হয়েছে ছাত্রদের মৃত্যুকে হেয় করে দেখা হচ্ছে। সরকারের কোন প্রতিনিধিত্ব নেই। একটা অদৃশ্য শক্তি এই দেশ পরিচালনা করছে।
বিজ্ঞাপন