আসন্ন নির্বাচনে আ. লীগ প্রতীক থাকবে না? ইসির সতর্কবার্তা

আসন্ন নির্বাচনে আ. লীগ প্রতীক থাকবে না? ইসির সতর্কবার্তা

অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি
অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি

প্রকাশিত: ১১:২৮ ৩ সেপ্টেম্বর ২০২৫

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, কোনো দলের কার্যক্রম স্থগিত থাকলে তারা তাদের দলীয় প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিতে পারবে না। তবে প্রতীক ছাড়া স্বতন্ত্রভাবে দাঁড়ানোর সুযোগ আছে কি না, তা সময় দেখাবে।

এমতাবস্থায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যদি আওয়ামী লীগের স্থগিতাদেশ প্রত্যাহার না হয়, তবে তারা দলীয় প্রতীকের অধিকার হারাবে। যদিও ইসি সরাসরি দলের নাম উল্লেখ করেননি, তবে স্থগিত দলকে কেন্দ্র করে তাঁর সতর্কবার্তা স্পষ্ট।

এছাড়া গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনে সশস্ত্র বাহিনীকে আইন প্রয়োগকারী সংস্থার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। আদালতের ফেরারি ঘোষিত, সরকারি প্রতিষ্ঠানে ৫০% বা তার বেশি শেয়ার থাকা কর্মকর্তা এবং লাভজনক পদে থাকা ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবেন না। প্রার্থীর জামানত বেড়ে ৫০ হাজার টাকা, একক প্রার্থীর ক্ষেত্রে ‘না’ ভোটের ব্যবস্থা, জোটবদ্ধ নির্বাচনে দলীয় প্রতীকের বাধ্যবাধকতা, ইভিএম বাতিল, নির্বাচনী পোস্টার নিষিদ্ধ এবং সোশ্যাল মিডিয়ায় আচরণবিধি কঠোর করা হয়েছে।

নির্বাচন সামনে আসতেই ইসি স্পষ্ট করে দিলেন—স্থগিত দলদের জন্য কোনো ছাড় নেই।

বিজ্ঞাপন