শুক্রবার , ০৫ সেপ্টেম্বর, ২০২৫ | ২১ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ০৭:৫৭ ৯ আগস্ট ২০২৫
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন যে অন্তর্বর্তী সরকার দেশের অবস্থা আরও খারাপ করে ফেলেছে। তিনি বলেন, “দেশের অবস্থা হাসিনা ১২টা বাজিয়েছে, এ সরকার চব্বিশটা বাজায়ে দিসে।”
শনিবার (৯ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটি আয়োজন করা হয় গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে।
মির্জা আব্বাস বলেন, অনেক অনিয়ম, আত্মসাৎ ও লুটপাটের তথ্য ও প্রমাণ তার কাছে আছে, কিন্তু বর্তমান অবস্থান থেকে তিনি এখন তা প্রকাশ করতে চান না। তিনি অভিযোগ করেন, উদ্দেশ্যমূলকভাবে বিভিন্ন অরাজকতায় বিএনপিকে দায়ী করার চেষ্টা করা হচ্ছে এবং জনগণের সামনে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে।
তিনি বলেন, “বাংলাদেশ স্বাধীন হয়েছে একবার, ১৯৭১ সালে লক্ষ লক্ষ শহিদের রক্তের বিনিময়ে। কিন্তু এখন অনেকে বলে, ‘এটা আগে, ওটা আগে’; আসলে যারা জুলাই-আগস্টে হত্যাকাণ্ড চালিয়েছে—সে প্রশাসনের লোক হোক, সাধারণ মানুষ হোক, শেখ হাসিনা হোক বা অন্য কেউ—তাদের বিচারের দাবি অত্যন্ত জরুরি।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাসাস ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি শওকত আজিজ। এতে বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম, জনশক্তি বিষয়ক সম্পাদক এম এ মালেক, জাসাস কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হেলাল উদ্দীন, শহিদ মিরাজের বাবা আব্দুর রব মিয়াসহ অনেকে বক্তব্য রাখেন। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে জাসাসের শিল্পীরা অংশ নেন।
বিজ্ঞাপন