জীবিতকে ‘জুলাই শহীদ’ বানিয়ে কোটি টাকার ফন্দি! এনসিপি নেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ

জীবিতকে ‘জুলাই শহীদ’ বানিয়ে কোটি টাকার ফন্দি! এনসিপি নেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ

অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি
অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি

প্রকাশিত: ১০:০০ ৮ আগস্ট ২০২৫

রাজধানীর মোহাম্মদপুরে গত বছরের ৫ আগস্ট গুলিবিদ্ধ এক শিশুকে ‘শহীদ’ বানিয়ে সাজানো হত্যা মামলার অভিযোগ উঠেছে কেরানীগঞ্জের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা মো. শাহজাহান সম্রাটের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, জীবিত শিশুকে মৃত দেখিয়ে ক্ষতিপূরণ ও জমি হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করেন তিনি।

১১ বছরের জিহাদ নামের ওই শিশু বছিলা ব্রিজের নিচে গুলিবিদ্ধ হলে তাকে প্রথমে গণস্বাস্থ্য মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়। কিন্তু কিছুদিন পরেই কৌশলে তাকে ‘মৃত’ দেখিয়ে হত্যা মামলা করা হয়। ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর দায়ের হওয়া মামলায় আসামি করা হয় ১১৮ জনকে। চার মাস ছয় দিন পর প্রকাশ্যে আসে— জিহাদ আসলে জীবিত।

জিহাদ ও তার বাবা জহিরুল ইসলাম রাজু আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে জানান, হত্যা মামলা সম্পূর্ণ সাজানো ছিল। রাজুর অভিযোগ, এনসিপি নেতা সম্রাট লোভ দেখান যে আহত জুলাই যোদ্ধাদের সরকার ৩০ লাখ টাকা ও চার কাঠা জমি দেবে। এতে রাজি হয়ে তিনি মামলায় স্বাক্ষর করেন, যদিও সেদিন জিহাদ জীবিত ছিল।

ঘটনার পর থেকে পরিবারটি আতঙ্কে আত্মগোপনে থাকে। পরবর্তীতে সাহস করে আদালতে গিয়ে সত্য প্রকাশ করে। এখনো মামলাটি খারিজ হয়নি, মনিটরিং সেলে রয়েছে বলে জানিয়েছেন কেরানীগঞ্জ থানার ওসি মনিরুল হক ডাবলু।

শিশুটি এখনো পায়ে গুলির কারণে ক্রাচে ভর দিয়ে হাঁটে। তার মা জানান, চিকিৎসার খরচ জোগাতে কিস্তিতে ঋণ নিতে হয়েছে।

এ বিষয়ে এনসিপি নেতা শাহজাহান সম্রাটের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ এড়িয়ে যান।

বিজ্ঞাপন