সোমবার , ১১ আগস্ট, ২০২৫ | ২৭ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ০৮:১১ ৫ আগস্ট ২০২৫
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি । দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ মঙ্গলবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার ভাষণের পর জানান, এই ঘোষণা এবং পূর্বে প্রকাশিত জুলাই ঘোষণাপত্র নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা ছিল তা দূর করেছে।
সালাহউদ্দিন বলেন, “প্রধান উপদেষ্টা দুটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন, একটি জুলাই ঘোষণাপত্র আরেকটি জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে নির্বাচনের সুনির্দিষ্ট ঘোষণা। আমরা দুটোকেই বেগবান করি।” তিনি বলেন, দীর্ঘ সময় ধরে দেশের মানুষ নির্বাচনের বিষয়ে অপেক্ষায় ছিল এবং এখন নির্বাচন কমিশন নির্ধারিত সময়ে তফসিল ঘোষণা করবে।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, “আগামী নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং আন্তর্জাতিকভাবে প্রশংসিত। দেশের সবাই এই নির্বাচনের জন্য প্রস্তুত হোক, এটাই আমাদের আহ্বান।”
বিএনপি নেতা মনে করেন, এই ঘোষণার ফলে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি পাবে। তিনি বলেন, “ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগে অনিশ্চয়তার অবসান ঘটবে, সব ক্ষেত্রেই গতিশীলতা ফিরে আসবে।”
জুলাই ঘোষণাপত্রের বিষয়ে তিনি বলেন, “সেই ঘোষণাপত্রের মধ্যে থাকা প্রতিশ্রুতিগুলো সাংবিধানিক স্বীকৃতি পাবে এবং যথাযথ প্রক্রিয়ায় সংবিধানে স্থাপন করা হবে। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের জাতীয় বীরের মর্যাদা দেওয়া এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”
তিনি আরও উল্লেখ করেন, “শহীদ পরিবার, আহত ও আন্দোলনকারী ছাত্র-জনতাকে যথাযথ আইনি সুরক্ষা দেওয়ার প্রতিশ্রুতি এবং নির্বাচনে মানুষের ভোটাধিকার প্রয়োগের পরিবেশ সৃষ্টির জন্য প্রধান উপদেষ্টার দেওয়া পরামর্শ গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
বিজ্ঞাপন