বুধবার , ০৯ জুলাই, ২০২৫ | ২৫ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ০৬:৩৮ ৯ জুলাই ২০২৫
কুষ্টিয়ার কুমারখালীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আয়োজনে এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ জুলাই) বিকেলে কুমারখালী-খোকসা উপজেলা শাখার উদ্যোগে কুমারখালী পৌর বাসস্ট্যান্ডে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
গণসমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর খোকসা উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব আনোয়ার খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ ফজলুল করিম। এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মুফতি সৈয়দ ফজলুল করিম বলেন, “বাংলাদেশে মানুষ আজ ব্যবসা করতে পারছে না, মা-বোনেরা ইজ্জতের নিরাপত্তা পাচ্ছে না, যুবক সন্তানেরা ঘরে থাকতে পারছে না। দেশের এই করুণ অবস্থার জন্য রাজনৈতিক দুর্নীতি ও ব্যর্থতা দায়ী।”
তিনি বিএনপিকে উদ্দেশ করে বলেন, “দেখেন পাবলিক বলছে, আমি বলছিনা— বিএনপির গুণ নয় মাসে দেড়শো খুন! চাঁদা তোলে পল্টনে, চলে যায় লন্ডনে!” — তার এই বক্তব্যে উপস্থিত জনতা উচ্ছ্বাস প্রকাশ করে।
তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে রাজপথে রয়েছে এবং কোনো দুর্নীতিগ্রস্ত দলের সাথে আপস করবে না।
সমাবেশে দলটির জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং স্থানীয় জনগণের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
বিজ্ঞাপন