ভারতে অবৈধ অনুপ্রবেশ: পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ৩ আ: লীগ নেতা!

ভারতে অবৈধ অনুপ্রবেশ: পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ৩ আ: লীগ নেতা!

অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি
অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি

প্রকাশিত: ০৭:০৭ ১৮ মে ২০২৫

ভারতে অনুপ্রবেশের অভিযোগে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশ আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে রহড়া থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের সবাই নিজেদের আওয়ামী লীগের সক্রিয় কর্মী বলে দাবি করেছেন।

গ্রেপ্তার হওয়া তিনজন হলেন— মজনু গাজী (৫২), মোহাম্মদ কামাল শেখ ওরফে ইদ্রিস আলী (৪০) এবং মোহাম্মদ মেহেদী হাসান ওরফে মিলন। মজনু গাজী খুলনার দৌলতপুর এলাকার বাসিন্দা এবং কামাল শেখের বাড়ি খুলনার বেতকাশি এলাকায়। তবে মেহেদী হাসানের বিস্তারিত পরিচয় এখনো প্রকাশ করেনি পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রথমে রহড়া এলাকা থেকে মজনু গাজী ও কামাল শেখকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে কলকাতার নিউটাউনের লস্করপাড়া এলাকা থেকে মেহেদী হাসানকে আটক করা হয়। এদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টের ১৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

পাঁচদিন ধরে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ শেষে রোববার (১৮ মে) তাদের ব্যারাকপুর মহকুমা আদালতে হাজির করা হয়।

পুলিশকে দেওয়া জবানবন্দিতে কামাল শেখ জানান, তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগের ইউনিয়ন পর্যায়ের সদস্য সচিব ছিলেন। তাঁর ভাষ্যমতে, গত ৫ আগস্ট বাংলাদেশে সরকার পতনের পর দেশজুড়ে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে তিনি ৮ আগস্ট সীমান্ত পেরিয়ে ভারতের পশ্চিমবঙ্গে অবৈধভাবে প্রবেশ করেন এবং রহড়া থানার বিভিন্ন এলাকায় আত্মগোপনে থাকেন।

অন্য দুই গ্রেপ্তারকৃতও নিজেদের আওয়ামী লীগের সক্রিয় কর্মী হিসেবে দাবি করেছেন। বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন