সোমবার , ২৮ এপ্রিল, ২০২৫ | ১৪ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ০৬:৪৫ ২৭ এপ্রিল ২০২৫
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন মেয়র হিসেবে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নাম ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল রোববার (২৭ এপ্রিল) কমিশন আনুষ্ঠানিকভাবে গেজেট প্রকাশ করেছে, যা উচ্চ আদালতের নির্দেশনার ভিত্তিতে করা হয়েছে বলে জানিয়েছে ইসি সূত্র।
এর আগে, গত ২২ এপ্রিল নির্বাচন কমিশন (ইসি) আইন মন্ত্রণালয়ের কাছে চিঠি পাঠিয়ে জানতে চায়, আদালতের আদেশের প্রেক্ষিতে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে গেজেট প্রকাশ করতে হবে কি না। আইন মন্ত্রণালয় থেকে ইতিবাচক সাড়া পাওয়ার পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল অন্যান্য নির্বাচন কমিশনার ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেন। ওই বৈঠকে রাতেই গেজেট প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়।
এর ফলে, আনুষ্ঠানিকভাবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নতুন মেয়র হিসেবে দায়িত্ব নিতে আর কোনো আইনি বাধা থাকছে না ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সামনে।
বিজ্ঞাপন