রবিবার , ২২ ডিসেম্বর, ২০২৪ | ৭ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ০১:৩৪ ২৬ মে ২০২৪
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় দুটি উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থীর প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। যাঁদের প্রার্থিতা বাতিল করা হয়েছে তাঁরা হলেন চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আবু আহমেদ চৌধুরী ও পাবনার ঈশ্বরদীর মো. এমদাদুল হক।
আজ রোববার (২৬ মে) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এই দুজনের বিষয়ে আলাদা আলাদা শুনানি করে কমিশন। শুনানি শেষে তাঁদের প্রার্থিতা বাতিল করে ইসি।
এদিকে শুনানি শেষে ইসি সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের বলেন, শুনানিতে চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী আবু আহমেদ চৌধুরী অভিযোগের দফা অনুযায়ী জবাব দিয়েছেন। কমিশনও তা শুনেছে। শেষে তাঁর প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত দিয়েছে কমিশন। অন্যদিকে পাবনার ঈশ্বরদীর চেয়ারম্যান প্রার্থী মো. এমদাদুল হক প্রতীক বরাদ্দের দিন আচরণবিধি ভঙ্গ করেন। তাঁর জবাবে সন্তুষ্ট না হওয়ায় প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত দিয়েছে কমিশন।
আগামী ২৯ মে তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ করা হবে। ঘূর্ণিঝড়ের কারণে এই নির্বাচন পেছানো হবে কি না, এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ঘূর্ণিঝড়ে মাত্রার ক্ষয়ক্ষতির ওপর নির্ভর করবে ভোট বাতিলের বিষয়টি। তাঁরা মাঠপর্যায়ে যোগাযোগ রাখছেন।
বিজ্ঞাপন