রবিবার , ২২ ডিসেম্বর, ২০২৪ | ৭ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ০১:২১ ৫ নভেম্বর ২০২৪
জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, 'ছাত্ররাজনীতি বন্ধ করা কল্যাণের হবে না। প্রতিটি সিদ্ধান্তে সাধারণ শিক্ষার্থীদের রাজনীতি অংশীদারিত্বের যে প্রয়োজন রয়েছে তার জন্যই আমরা শিক্ষার্থীদের সাথে আলোচনার জন্য এসেছি। বিগত সময়ে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ যে দখলদারিত্ব, জুলুমের ও গণরুম সংস্কৃতির যে রাজনীতি করেছে ছাত্রদল তা আর চায় না। ছাত্রদল শিক্ষার্থীদের কল্যাণের বিষয়ে কাজ করবে।ছাত্রদের রাজনীতি সম্পর্কে সচেতন থাকতে হবে। যাতে পরবর্তী কোন ফ্যাসিস্ট ক্ষমতা দখল করতে না পারে। শিক্ষার্থীরা রাজনীতি সচেতন হলে যারা গোপনে রাজনীতি করতে চায় তাদের মনবাসনা পূরণ হবে না।'
মঙ্গলবার (৫ অক্টোবর) ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বটতলায় শিক্ষার্থীদের মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন। এসময় ছাত্রদলের ইবি শাখা আহ্বায়ক শাহেদ আহমেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
তিনি আরও বলেন, আমরা মনে করি ২১ শতকের উপযোগী একটি মেধাভিত্তিক ও দখলদারিত্বমুক্ত রাজনীতি করতে হলে শিক্ষার্থীদের অংশগ্রহণের প্রয়োজন আছে। আমরা সেই অংশীদারের রাজনীতি করতে চাই এবং শিক্ষার্থীদের মতামতকে প্রাধান্য দিতে চাই।
অনুপ্রবেশ ও বিশৃঙ্খলার বিষয়ে তিনি বলেন, 'দলের কেউ শৃঙ্খলা পরিপন্থী কাজ করলে তাকে ছাড় দেওয়া হবে না। শৃঙ্খলা সম্পর্কে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। আমাদের প্রায় ২০০ এর অধিক নেতা কর্মীকে বহিষ্কার করা হয়েছে এবং ৩০০ এর অধিক কর্মীকে শোকজ করা হয়েছে। তিনি বলেন, ৫ আগস্টের পর অন্য দলের কোন কর্মী ছাত্রদলে অংশগ্রহণের একটি ঘটনাও ঘটেনি। যেহেতু এটা বড় সংগঠন সেহেতু সংযোজন বিয়োজন থাকতে পারে। যারা শিক্ষার্থীদের অধিকার আদায়ের কাজ করবে এবং অতীতে করেছে সংগঠনের স্ট্রাকচার অনুযায়ী রেগুলার ছাত্রদের নেতৃত্ব আনা হবে।'
জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বেলা ১০ টায় বিশ্ববিদ্যালয়ে আসেন। পরে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন ও শহীদ জিয়াউর রহমানের ভিত্তি প্রস্তরে শ্রদ্ধা নিবেদন করেন। পরে শহীদদের জন্য দোয়া মোনাজাত করা হয়। এসময় শিক্ষার্থীদের মাঝে বিএনপির রাষ্ট্র সংস্কারের ৩১ দফার লিফলেট বিতরণ ও মতবিনিময় করেন তিনি। এছাড়াও জিয়াউর রহমানের ভিত্তি প্রস্তরের পাশে ও শহীদ জিয়াউর রহমান হলের সামনে বৃক্ষরোপণ করেন তিনি।
বিজ্ঞাপন